ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন শিক্ষক আব্দুল জলিল

দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে এক রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিল। সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি ঘোড়ার গাড়িতে চড়ে পুরো শহর ঘুরে নিজের বাড়িতে পৌঁছান।
আব্দুল জলিল বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে দীর্ঘকাল সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রজ্ঞা, স্নেহ এবং আন্তরিক পাঠদান তাঁকে শিক্ষক-শিক্ষার্থী সবার কাছে প্রিয় করে তুলেছিল। তাই তাঁর বিদায়ের দিনে শুধু বর্তমান শিক্ষক-শিক্ষার্থী নয়, প্রাক্তন শিক্ষার্থীরাও ছুটে আসেন তাঁকে শেষ বিদায় জানাতে।
বিদায় অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে আব্দুল জলিল বলেন, "কখনো কল্পনাও করতে পারিনি যে আমার বিদায় এত বর্ণাঢ্য হবে। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আমি ধন্য। স্কুল থেকে বিদায় নিলেও আমি সব সময় তোমাদের পাশে থাকব।" তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং নিজেও সবার জন্য দোয়া করবেন বলে জানান।
শিক্ষার্থীরা জানান, আব্দুল জলিল শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন তাদের কাছে বাবার মতো। একজন শিক্ষার্থী বলেন, "জলিল স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি সব সময় আদর ও মমতা দিয়ে আমাদের পাঠদান করাতেন। আজ আমরা একজন ভালো শিক্ষককে হারালাম।" তারা তাঁর দীর্ঘায়ু কামনা করে।
শিক্ষকরাও জানান, একজন ভালো সহকর্মীকে হারানোর শূন্যতা তারা অনুভব করছেন। তারা বলেন, "তিনি আমাদের সব সময় ভালো পরামর্শ দিতেন এবং আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করাতেন। তাঁর এই শূন্যতা পূরণ হবে কিনা, তা বলা কঠিন।"
Comments