Image description

গাজীপুর-৬ আসন ঘোষণার পর গেজেট প্রকাশে বিলম্ব নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। এই দাবিতে রাজপথে নেমে হাজারো মানুষ মিছিল করেছেন, নেতাকর্মীরা এই বিলম্বকে “ষড়যন্ত্র” বলে অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে পূবাইলের মীরের বাজারে সর্বদলীয় নেতাকর্মীদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, “গাজীপুর-৬ জনগণের দীর্ঘদিনের গণতান্ত্রিক দাবি। গেজেট প্রকাশে দেরি অগ্রহণযোগ্য।” তারা দ্রুত গেজেট প্রকাশ ও দাবি আদায়ে আন্দোলন জোরদারের ঘোষণা দেন।

এর আগে, ২০ আগস্ট রাতে “গাজীপুর-৬ চাই, এখনই চাই” স্লোগানে পূবাইল, টঙ্গী ও গাছার রাজপথ উত্তাল হয়। পূবাইল সর্বদলীয় সংগ্রাম ঐক্য পরিষদের নেতৃত্বে মীরের বাজার থেকে কুদাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মার্কেট পর্যন্ত বিশাল মিছিলে হাজারো মানুষ অংশ নেন, যা টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে যানজট সৃষ্টি করে।

মিছিলে নেতৃত্ব দেন পূবাইল ৪০নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি হাসানুজ্জামান খান সোহাগ। পরিষদের আহ্বায়ক সুলতান উদ্দিন আহমেদ বলেন, “গাজীপুর-৬ আমাদের দীর্ঘদিনের দাবি। কেউ এ অধিকার কেড়ে নিতে চাইলে রাজপথে জবাব দেওয়া হবে।” সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি অভিযোগ করেন, “আইনি লড়াইয়ে আমরা অগ্রগতি পেয়েছি, কিন্তু গেজেট প্রকাশে ষড়যন্ত্র চলছে। নির্বাচন কমিশনকে বলছি, ‘ছয়-নয় খেলা’ বন্ধ করুন।”

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, সর্বশেষ আদমশুমারির ভিত্তিতে গাজীপুর জেলার জনসংখ্যা বৃদ্ধির কারণে আসন সংখ্যা পাঁচ থেকে ছয়ে উন্নীত করা হয়েছে। গাজীপুর-১ ও ২ আসনের সীমানা পুনর্গঠন করে গাজীপুর-৬ অন্তর্ভুক্ত করা হবে। গত ৩০ জুলাই নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাবের কথা জানান।

নতুন আসন ঘোষণার পর পূবাইলসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছিলেন। তবে গেজেট প্রকাশে দেরি হওয়ায় ক্ষোভ ও অনিশ্চয়তা বাড়ছে।