Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত একটি গাড়ির পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় পিকআপ চালক মো. মিজানুর রহমান (৪০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সহকারী। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া শেয়াপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কাদিরপুর গ্রামের মফিজুর রহমানের পুত্র। আহত সহকারীর পরিচয় এখনো জানা যায়নি।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, চট্টগ্রামমুখী একটি চলন্ত গাড়ির পেছনে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মিজানুর রহমান ঘটনাস্থলেই মারা যান। এ সময় সামনের গাড়িটি দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, "দুর্ঘটনার পর পিকআপের চালক ও সহকারী গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন। আমরা দ্রুত তাদের উদ্ধার করি। চালক ঘটনাস্থলেই মারা যান। আহত ও নিহত ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।"