Image description

রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা শমসের আলীর গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় দোমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসী, দোমাদী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রহিদুল ইসলাম বলেন, গত ১৫ আগস্ট শুক্রবার দোমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে টাকা ও বিভিন্ন জিনিসের লোভ দেখিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বেলপুকুর ইউনিয়নের দোমাদী ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি শমসের আলীর বিরুদ্ধে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা শমসেরের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্লোগান দেন এবং তার ফাঁসি দাবি করেন। গত ২০ আগস্ট এ ঘটনায় গ্রাম্য সালিশের আয়োজন করা হলেও শমসের উপস্থিত হননি। পরে ভুক্তভোগীর পরিবার বেলপুকুর থানায় অভিযোগ দায়ের করে। জানা গেছে, শমসের সপরিবারে এলাকা ছেড়ে পালিয়েছেন।

বেলপুকুর থানা জামায়াতে ইসলামীর আমির মকবুল হোসেন জানান, বিষয়টি জানার পর তিনি থানায় গিয়েছিলেন এবং জেলা আমিরকে অবহিত করেছেন। সংগঠনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

বেলপুকুর থানার ওসি সুমন কাদেরী জানান, গত ২০ আগস্ট রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে অভিযোগ দায়ের করা হয়। ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠানো হবে এবং সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।