Image description

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিক্রিয়ায় এবার ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে যাচ্ছে ইতালিয়ান ফুটবল কোচদের সংগঠন - এআইএসি। ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবলে আর দেখতে চাচ্ছে না কোচদের এই সংগঠনটি। ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে এআইএসি।

ইতালিয়ান কোচদের এমন পদক্ষেপ এমন সময়ে সামনে আসছে, যখন বিশ্বকাপ বাছাইপর্বে আগামী দুই মাসে ইতালির বিপক্ষে ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, নিজ দেশের ফুটবল ফেডারেশনের কাছে ইতালিয়ান কোচদের সংগঠনের পাঠানো এই চিঠি ইউরোপ ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক দুই সংস্থা উয়েফা ও ফিফার কাছেও পাঠানো হবে। 

ইতালিয়ান কোচদের এই সংগঠনের চিঠিতে স্পষ্ট বার্তা, ‘ইসরায়েলকে অবশ্যই থামতে হবে। ফুটবলকেও পদক্ষেপ নিতে হবে।’

সেই চিঠি আর বলছে, ‘এআইএসি পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে বিশ্বাস করে যে, প্রতিদিনের হত্যাযজ্ঞ, যেখানে শত শত মৃত্যুর মধ্যে ম্যানেজার, কোচ ও অ্যাথলেটও নিহত হচ্ছেন... এমন প্রেক্ষাপটে ইসরায়েলকে ক্রীড়া প্রতিযোগিতা থেকে সাময়িকভাবে বহিষ্কারের প্রস্তাব উয়েফা এবং ফিফাতে উপস্থাপন করা বৈধ, প্রয়োজনীয় এবং প্রকৃতপক্ষে একটি কর্তব্য। কারণ অতীতে যা হয়েছে এসবের যন্ত্রণা কারও বিবেক ও মানবতাকে মুছে দিতে পারে না।’