জলঢাকায় খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নির্বাচনে লটারি অনুষ্ঠিত

নীলফামারীর জলঢাকায় ১১টি ইউনিয়নের ৫০ টি কেন্দ্রের জন্য খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নির্বাচনে লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নির্বাচনে লটারির এ অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথ ভাবে আয়োজন করে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রানী সম্পদ কর্মকর্তা সুমী বেগম, উপজেলা খাদ্য কর্মকর্তা এবিএম গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা প্রমুখ।
পরে লটারীর মাধ্যমে উপজেলার ১১টি ইউনিয়নের ৫০ কেন্দ্রের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নির্বাচন করা হয়।
উল্লেখ্য, ডিলার নিয়োগে ৩৪৪ জন আবেদন করেন। যাছাই বাছাইয়ে ১৪৯ জন বাতিল হয়। সঠিক আবেদন ২৯৫ টি। পরে প্রতিটি পয়েন্টে একাধিক আবেদনকারী থাকায় লটারি মাধ্যমে ৫০ জন ডিলার নির্বাচন করা হয়।
Comments