Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সবার আগে মনোনয়ন ফরম জমা দিয়েছে ছাত্রশিবির নেতৃত্বাধীন প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। মঙ্গলবার (১৯ আগস্ট) জোটের প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়ন ফরম জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাংবাদিকদের বলেন, তাদের প্যানেল ঘোষণার পর থেকেই শিক্ষার্থীসহ সবাই এটিকে ভালোভাবে নিয়েছে এবং প্রশংসা করছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট বিকেল পাঁচটার মধ্যে সব প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।