Image description

আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাইপর্বে বাকি আছে মাত্র দুটি ম্যাচ। এই দুই ম্যাচে দল ঝালিয়ে নিতে নামছে সেলেসাওরা। সেখানে ফেরার সম্ভাবনা জেগেছে নেইমারের। তবে বিশ্রামে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র।

এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ২৫ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। তবে স্থানীয় সংবাদমাধ্যম ‘গ্লোবো’র খবরে জানানো হয়েছে, কোচ কার্লো আনচেলত্তির প্রাথমিক তালিকায় নেইমার জায়গা পেয়েছেন।

অন্যদিকে সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুসকে রাখছেন না কোচ। শোনা যাচ্ছে, বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত। এর বাইরেও শাস্তির কারণে চিলির বিপক্ষে খেলতে পারবেন না ২৫ বছর বয়সী রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। জুনে প্যারাগুয়ের বিপক্ষে দুটি হলুদ কার্ড দেখায় তিনি নিষিদ্ধ আছেন।

‘গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত যারা প্রাথমিক দলে জায়গা পাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে তারা হলেন গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস), ডিফেন্ডার এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ),  ফুলব্যাক ভিতিনিও (বোতাফোগো) ও পাউলো হেনরিখ (ভাস্কো), মিডফিল্ডার দানিলো (বোতাফোগো) ও মার্কোস আন্তোনিও (সাও পাওলো) এবং ফরোয়ার্ড কাইও হোর্হে (ক্রুজেরিও), নেইমার (সান্তোস) এবং রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)।