
আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ এবং বিচারকদের অপসারণের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতরা। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ শেষে তারা একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন, যার ফলে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের আসামিরা জামিন পাচ্ছেন। শহীদ শেখ শাহরিয়ারের বাবা আবদুল মতিন বলেন, "এক বছর ধরে আমরা বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি, কিন্তু আইন মন্ত্রণালয় আমাদের সঙ্গে প্রহসন করছে।"
আহত আমিনুল ইসলাম বলেন, "আমরা যদি আবার রাস্তায় নামি, এর পরিণতি ভালো হবে না। সরকার এই বিষয়টি স্মরণে রাখুক।" শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান জানান, হাজারো শহীদের রক্তের বিনিময়ে সরকার ক্ষমতায় এলেও তাদের আবার রাস্তায় নামতে হচ্ছে।
এর আগে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদের লাথি মেরেছে এবং গালাগালি করেছে। পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, তারা আন্দোলনকারীদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন এবং আঘাতের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Comments