Image description

কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘেরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে ডাকাতদের গুলিতে শেখাব উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় তিন দিন পর আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) নিহতের স্ত্রী ছেনু আরা বেগম বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ আরও ৮–১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

 মামলার আসামিদের মধ্যে সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম ওরফে সোনা মিয়া এবং তার দুই ছেলে এবং তাদের নিকটাত্বীয় চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আহমদ মেম্বারও রয়েছে। 

প্রসঙ্গত, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে সাহারবিল ইউনিয়নের আবাসন সংলগ্ন রাবার ড্যাম এলাকায় চিংড়ি ঘের নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে শেখাব উদ্দিন নিহত হন।