
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে এবং যে কোনো মুহূর্তে তা ভেঙে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যুদ্ধবিরতি বজায় রাখা সবচেয়ে জটিল কাজ। আমরা প্রতিদিন ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
রুবিও জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ফক্স বিজনেসকে বলেন, “আমরা ভাগ্যবান যে আমাদের একজন প্রেসিডেন্ট আছেন, যিনি শান্তিকে অগ্রাধিকার দেন। আমরা এটি ভারত-পাকিস্তান, কম্বোডিয়া-থাইল্যান্ড এবং রুয়ান্ডা-কঙ্গোর ক্ষেত্রে দেখেছি।”
গত ১০ মে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান ‘তাৎক্ষণিক পূর্ণাঙ্গ’ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। তিনি বারবার উল্লেখ করেছেন, এই সংঘাত নিরসনে তিনি সফল হয়েছেন এবং যুদ্ধবিরতি মেনে চললে দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র বড় অঙ্কের বাণিজ্য করবে।
কিন্তু গত এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় নিহত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চরমে ওঠে। ভারত দাবি করে, এই হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে, যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি দাবি করেন, তাদের হাতে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ রয়েছে। তবে ভারতের শীর্ষ জেনারেল এই দাবি অস্বীকার করেছেন।
গত মে মাসে চার দিনের আকাশযুদ্ধে পাকিস্তান দাবি করে, তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে ফ্রান্সের তৈরি রাফালও রয়েছে, ভূপাতিত করেছে। এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।
Comments