
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্র ‘প্রতিদিন’ নজর রাখছে। রোববার (১৭ আগস্ট) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দেশের মধ্যে পারমাণবিক উত্তেজনা রোধে যুদ্ধবিরতি অর্জনে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে এই যুদ্ধবিরতি টিকিয়ে রাখা একটি বড় চ্যালেঞ্জ।
গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্কে টানাপোড়েন তীব্র হয়। চার দিনের সংঘাতের পর মে মাসে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের ফল বলে তিনি দাবি করে আসছেন। পাকিস্তানও ট্রাম্পের এই দাবিকে সমর্থন দিয়েছে।
রুবিও বলেন, “যুদ্ধবিরতি বজায় রাখা জটিল এবং কঠিন কাজ। আমরা প্রতিদিন ভারত ও পাকিস্তানের মধ্যে কী ঘটছে তা পর্যবেক্ষণ করছি।”
তিনি রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, “যুদ্ধবিরতির জন্য উভয় পক্ষের গোলাগুলি বন্ধে রাজি হওয়া জরুরি। তবে আমাদের লক্ষ্য শুধু যুদ্ধবিরতি নয়, একটি শান্তিচুক্তি যাতে ভবিষ্যতে যুদ্ধ না হয়।”
ফক্স বিজনেসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে রুবিও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি অর্জনকে অগ্রাধিকার দিয়েছেন। ভারত-পাকিস্তান ছাড়াও কম্বোডিয়া-থাইল্যান্ড এবং রুয়ান্ডা-কঙ্গোর ক্ষেত্রে তিনি এই ভূমিকা পালন করেছেন। আমরা বিশ্বজুড়ে শান্তির যেকোনো সুযোগকে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ।”
Comments