Image description

চাঁদাবাজির প্রতিবাদ করায় এক ইতালিপ্রবাসী যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আযম চুন্নু ও তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার ভুক্তভোগীর স্ত্রী পলি আক্তার বাদী হয়ে রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে বালিয়াকান্দি থানাকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী পলি আক্তার অভিযোগ করেন, তার স্বামী মাসুম শেখ গত ১৫ আগস্ট জুমার নামাজ শেষে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে চুন্নু ও তার ছেলে ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলুর নেতৃত্বে কয়েকজন তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় মাসুমকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

এ ঘটনার প্রতিবাদে সোমবার রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বালিয়াকান্দির সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তরা চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন।

অন্যদিকে বিএনপি নেতা মশিউল আযম চুন্নু অভিযোগ অস্বীকার করে বলেন, মাসুম শেখ তার কাছ থেকে আট লাখ টাকা ধার নিয়েছিলেন এবং পরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিলেন। চুন্নু দাবি করেন, “এসব কারণে আমার লোকজন তাকে মেরেছে।”

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু জানান, তিনি মামলার বিষয়টি শুনেছেন এবং দলীয়ভাবে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতাদের জানাবেন।