Image description

চট্টগ্রামের কর্ণফুলী নদীর বৈধ ইজারা দেওয়া বালু মহালে চাঁদার দাবিতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৭ আগস্ট) এর প্রতিকার চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন বালুমহাল ইজারাদার আহমত মোস্তফা।

অভিযোগে উল্লেখ করেন, গত ৩ জুলাই হতে কর্ণফুলী নদীর পানি স্বাভাবিক রাখার স্বার্থে নদী হইতে বালি/মাটি অপসারণের জন্য ইজারাদার আহমদ মোস্তফাকে কার্যাদেশ দেওয়া হয়।

কার্যাদেশ পাওয়ার পর হইতে উল্লেখিত এলাকা থেকে বালি ড্রেজিং এর মাধ্যমে অপসারণ করতেছে। গত কয়েকদিন ধরে রাঙ্গুনীয়া উপজেলা হতে বালি উত্তোলন করে যাতায়াতের সময় কর্ণফুলী নদীর বিভিন্ন পয়েন্টে দূর্ধর্ষ সন্ত্রাসী ডাকাতরা সশস্ত্র অবস্থায় বালি উত্তোলনে ব্যবহৃত বাল্কহেড ড্রেজার গুলোর মাঝি মাল্লাকে নির্দিষ্ট অংকের চাঁদা দাবি করে, চাঁদা টাকা না পেয়ে বেধম মারধর করা সহ তাদের বিভিন্ন মোবাইল ফোন নৌকার বিভিন্ন সরঞ্জাম কেড়ে নিয়ে অস্ত্রের মুখে নদীর মাঝপথে বাল্কহেড ড্রেজার গুলো ডুবিয়ে দিচ্ছে।

বালু পরিবহনের পথে বিভিন্ন স্থানে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। চাঁদা না দেওয়ায় এই হামলা হয়েছে বলে দাবি ইজারাদার পক্ষের।

জহির কোম্পানি বলেন, গত ১২ আগস্ট আমার একটি ড্রেজার ভোর ৫ টায় আটক করে সকাল ১১টায় পানিতে ডুবিয়ে দেওয়া হয়। এসময় মাঝি ও শ্রমিকদের আটকে রেখে পরে ছেড়ে দেয়। এই ড্রেজার ডুবিয়ে দেওয়ায় আমার প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষতির সম্মুখি হয়।

কোস্টগার্ড মিডিয়া আমিনুল ইসলাম বলেন, এই বিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।