
ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে ১২৫০০ টাকার জালনোটসহ ৩ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ আগষ্ট) বেলা ১২.৩০ দিকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) প্রীয়তোষ চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন ডিউট করার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, নাসিরনগর সদর বাজারের গৌর মন্দির মোড় সংলগ্ল হাস মুরগির বাজার এলাকার কানু দাসের চা দোকানের সামনে ৪/৫জন লোক জাল টাকা বিক্রি করার উদ্দেশ্যে ঘোরাফেরা করছে। তিনি সংগীয় ফোর্সদের নিয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে উল্লেখিত এলাকা হতে ১২৫০০ টাকার জাল নোটসহ মো: কামাল মিয়া (৪০), (পিতা-মৃত আরজু মিয়া), সুমন মিয়া (৩৮), (পিতা-মৃত ইউনুছ মিয়া) এবং মো: হাবিব(২৫), (পিতা-জসুক মিয়া) সর্বসাং-বেলুয়া, ইউপি-পূর্বভাগ, থানা-নাসিরনগর নামে ৩ ব্যাক্তিকে আটক করেন।
আটক আসামীদের সঙ্গে জালটাকা বিক্রি চক্রের সাথে সম্পৃক্ত একই গ্রামের মো: জুরু মিয়া নামে ১জন ছিল, যে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
Comments