আলীবাবা থিম পার্কের নামে জমি দখলের প্রতিবাদে পীরগাছায় মানববন্ধন

রংপুরের পীরগাছা উপজেলায় আলীবাবা থিম পার্কের মালিক ইয়ার আলীর বিরুদ্ধে সাত কৃষকের ৩ একর ৩৯ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার সীমান্তবর্তী পার্কের মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে জানা যায়, ২০২০ সালে ফজিবর, আমজাদ, ফরমান, সাখাওয়াত, মাইজল, মাইদুল ও মারুফ মিলে মফিজ উদ্দিন শেখ ও নুরু শেখের কাছ থেকে ৯০০৬ নম্বর দলিলে ৩ একর ৩৯ শতাংশ জমি ক্রয় করেন। জমি ভোগদখলের সময় ইয়ার আলী, বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান ও সাবেক সাংসদ টিপু মুনশির প্রভাব খাটিয়ে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে জমি দখল করেন বলে অভিযোগ।
ভুক্তভোগী ফজিবর বলেন, “ইয়ার আলী আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমাদের জমি দখল করেছেন। আমরা ফেরত চাইলে মারপিট ও হত্যার হুমকি দেন। এখন আমরা জমি ফেরত চাই।”
বৃদ্ধা রহিমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার টিপসই নিয়ে জমি দখল করা হয়েছে, একটি টাকাও দেয়নি। আমি বিচার চাই।”
অভিযুক্ত ইয়ার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “জমির বিষয়ে হাইকোর্টে মামলা চলমান।”
Comments