
কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৪টি মহিষ, ২ কেজি গাঁজা, ১ হাজার ১৩৬ পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং ৩৯ বোতল মদ আটক করেছে। গত দুই দিনে (১৭-১৮ আগস্ট) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশনায় চিলমারী সুগারঘাটে ৪টি মহিষ (মূল্য ৪.৫ লাখ টাকা), ঠোটারপাড়ার শকুনতলা মাঠে ২ কেজি গাঁজা ও ৫০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং চল্লিশপাড়া মাঠ থেকে ৩৯ বোতল মদ আটক করা হয়। এছাড়া রবিবার (১৭ আগস্ট) চল্লিশপাড়ার নিচপাড়া মাঠ থেকে ৬৩৬ পিস সিলডিনাফিল ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত মালামালের মোট মূল্য ৮ লাখ ৫৬ হাজার ৩০০ টাকা। মহিষগুলো কাস্টমসে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা রাখা হয়েছে।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Comments