
মানিকগঞ্জের হাটিপাড়া ইউনিয়নে রাজনৈতিক প্রতিহিংসার জেরে ইউনিয়ন যুবদল সভাপতি নজরুল ইসলাম ও তার ভাই আবুল হোসেনের বিরুদ্ধে চাকুরীজীবী শাকিল মিয়াকে (২৮) মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে শাকিল জমিতে ঘাস কাটতে গেলে এ ঘটনা ঘটে।
শাকিল মিয়া জানান, নজরুল ইসলাম আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সখ্যতা গড়ে ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখির জেরে নজরুলের সঙ্গে তার শত্রুতা শুরু হয়। শাকিল অভিযোগ করেন, এ কারণেই নজরুল ও তার ভাই তাকে বেধড়ক মারধর করেন এবং হাসপাতালে যেতে বাধা দেন।
অভিযুক্ত নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, শাকিল এলাকায় বিভিন্ন সমস্যার কথা বলে টাকা নিয়ে নেশা করে। তাকে সতর্ক করা হলেও তিনি শোধরাননি। নজরুল দাবি করেন, শাকিলই তাকে লাঠি নিয়ে মারতে এসেছিল, এবং এ অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শাকিল দলীয় ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।
Comments