
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম পরিবর্তন করে এখন থেকে ‘ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ)’ রাখা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন-এর সভাপতিত্বে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ১৪৮তম পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে মেলাটির আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি উঠে এসেছে। ১৯৯৫ সাল থেকে শুরু হওয়া এই মেলার মূল উদ্দেশ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানগুলোর সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মানের পণ্য ও প্রযুক্তি দেশীয় বাজারে পরিচিত করানো।
তবে বাস্তবে দেখা যাচ্ছিল, অনেক বিদেশি প্রতিষ্ঠান সরাসরি না এসে তাদের স্থানীয় এজেন্ট বা প্রতিনিধিদের মাধ্যমে মেলায় অংশ নিচ্ছিল। এর ফলে পণ্যের গুণগত মান যাচাই করা কঠিন হয়ে পড়ছিল এবং অনেক সময় নিম্নমানের পণ্য বিদেশি ব্র্যান্ডের নামে বিক্রি করা হচ্ছিল। এতে ক্রেতারা প্রতারিত হচ্ছিলেন এবং মেলার আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট হচ্ছিল।
এই অবস্থার কারণে বিদেশি ক্রেতা ও দর্শকদের আগ্রহ কমে যাচ্ছিল। একই সাথে স্থানীয় উদ্যোক্তারাও বৈশ্বিক পণ্য ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারছিলেন না। এই সব বিষয় বিবেচনা করেই মেলাটির নাম পরিবর্তন করা হয়েছে।
সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য এবং ২০২৬-২০২৭ অর্থবছরের আংশিক মেলা ক্যালেন্ডারও অনুমোদন করা হয়েছে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments