Image description

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজ এক ভ্যান চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। 

সোমবার (১৮ আগষ্ট) সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর বাঁধ থেকে ১ কিলোমিটার দূরে পদ্মার চরের কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিরুল ইসলাম। 

নিহত ১৫ বছর বয়সী হৃদয় হোসেন কুমারখালী পৌরসভার এলোঙ্গি এলাকার ইউনুস আলীর ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত রিদয়ের বাবা ইউনুস আলী জানান, রবিবার বিকেলে  ভাড়ার উদ্দেশ্য বের হয়ে নিখোঁজ হয় রিদয়। জড়িতরা কলা আনার কথা বলে পদ্মার চরে নিয়ে হত্যা করে রিদয়কে। রিদয়ের বাবার দাবি ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্য হত্যা করা হয় তার সন্তানকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাই, গতকাল রবিবার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় আর ফেরেনি রিদয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। স্থানীয়রা পদ্মার চরে তার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে রিদয়ের পরিবার তার লাশটি শনাক্ত করে। এ ঘটনায় জড়িতদের ফাঁসি চান স্থানীয়রা।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিরুল ইসলাম ইসলাম জানান, জড়িত সন্দেহ চারজনকে আটক করা হয়েছে। ভ্যান উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।