উজিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ সহ-সম্পাদক

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।
১৮ আগস্ট সকাল সাড়ে ১১ টায় তিনি উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের ঐতিহ্যবাহী সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মাজেদ তালুকদার মন্নান মাষ্টার, ওটরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান রিপন, উজিরপুর উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান লিখন, উজিরপুর উপজেলা যুবদল সদস্য সচিব মোঃ পনির খান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নাসির, বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হালিম, উপজেলা শ্রমিক দলের ১ নং যুগ্ন আহবায়ক মোঃ খোকন ডাকুয়া, মোঃ আব্দুস ছালাম হাওলাদার, মাহাবুব কাজী ধলু, ইউনিয়ন যুবদল নেতা মহসিন হাওলাদার, তাওহীদ বীন লাবিদ, মোঃ সবুর হাওলাদার, নয়ন, ইমরান বাবু, রুমীসহ অসংখ্য অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Comments