রূপসায় ব্যাংক চুরির রহস্য ফাঁস; দেড় লাখ টাকাসহ হোতা গ্রেপ্তার

খুলনার রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার টাকা চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার মূল হোতা ইউনূস শেখকে গ্রেপ্তার করে তার কাছ থেকে দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ইউনূস উপজেলার নিকলাপুর গ্রামের ইনছান শেখের ছেলে।
রোববার (১৭ আগস্ট) ভোরে তাকে ব্যাংক ভবন থেকে আটক করা হয়। সোমবার (১৮ আগস্ট) তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. সাইফুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ইউনূসকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেছেন, এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।
পুলিশ জানায়, ইউনূস ব্যাংক ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন এবং নিচতলায় তার একটি ওয়ার্কশপ রয়েছে। পেশায় লেদ মিস্ত্রি হওয়ায় তিনি লোহা কাটার দক্ষতা ব্যবহার করে ভল্ট ও তালা ভেঙে টাকা চুরি করেন। ভোরে নিরাপত্তাকর্মী না থাকার সুযোগে তিনি এ কাজ করেন। ইউনূসের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি মোটা অঙ্কের ঋণের চাপে ছিলেন এবং চুরির টাকা দিয়ে কিছু ঋণ পরিশোধ করেছেন।
ব্যাংকের তিন নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও তাদের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় পরিবারের জিম্মায় ছাড়া হবে। রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ইউনূসের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তদন্ত ও বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী আবুল কাশেম ব্যাংকের মূল গেটের তালা ভাঙা দেখে কর্তৃপক্ষকে জানান। ক্যাশিয়ারের হিসাবে ১৬ লাখ ১৬ হাজার টাকা চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। শনিবার (১৬ আগস্ট) শাখা ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। ব্যাংক কর্তৃপক্ষ রোববার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, যার সদস্যরা হলেন ডিজিএম আসলাম হোসেন, এজিএম মশিউর রহমান ও এজিএম হামিম শেখ।
Comments