Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে সোনারগাঁ থানার এসআই মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে অভিযানে কুমিল্লা থেকে ঢাকাগামী “স্টার লাইন” বাস থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে আটক হন।

গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের টেকনাফ থানার নয়াপাড়া গ্রামের মো. রফিক (২৭) ও মো. আব্দুল্লাহ (২৭)। তল্লাশিতে রফিকের কাছ থেকে ১ হাজার পিস এবং আব্দুল্লাহর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।