পুবাইল বালিকা বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, পানি ও শৌচাগার সংকটে মেয়েদের শিক্ষা বিপন্ন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের পুবাইল বালিকা উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবন, সুপেয় পানির অভাব ও অপর্যাপ্ত শৌচাগারের কারণে মেয়ে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের একমাত্র টিনশেড হাফ বিল্ডিং ৩০ বছরের পুরোনো এবং ঝুঁকিপূর্ণ।
শিক্ষার্থীরা জানান, বর্ষায় টিনের চাল দিয়ে পানি পড়ে বই-খাতা ভিজে যায়। মাটির ফ্লোরে পানি জমে ক্লাস করা অসম্ভব হয়ে পড়ে। ভাঙা দেওয়াল ও ফাটলের কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সুপেয় পানির ব্যবস্থা নেই, শৌচাগারের পরিবেশ অস্বাস্থ্যকর, এবং খেলার মাঠও শোচনীয় অবস্থায়।
এক শিক্ষার্থী বলেন, “নারী শিক্ষার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এমন নোংরা পরিবেশে পড়াশোনা কঠিন।”
প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম জানান, ২০১০ সালে এমপিওভুক্ত এই বিদ্যালয়ের একমাত্র জরাজীর্ণ ভবনে ক্লাসরুম, শিক্ষক-স্টাফ রুম, প্রধান শিক্ষকের কার্যালয় ও শৌচাগার সবই পরিচালিত হয়।
তিনি বলেন, “কতৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো সমাধান হয়নি।”
কেন্দুয়া উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল বারী জানান, নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আবেদন জমা দেওয়া হয়েছে এবং তা প্রক্রিয়াধীন। বিদ্যালয় কতৃপক্ষ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন।
Comments