যশোরে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের বিভাগীয় মতবিনিময় সভা

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের উদ্যোগে খুলনা বিভাগীয় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল ১১টায় যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভা সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ যশোর জেলা কমিটির সভাপতি মোঃ রাজু আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস রাজ।
অনুষ্ঠানে প্রধান আলোচক ও সংগঠনের মুখ্য সমন্বয়ক হিসাবে বক্তব্য রাখেন গাউসুল আজম শীমু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিমা খাতুন।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা কমিটির সভাপতি মোঃ রাজু আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ সাইফুল ইসলাম এবং গীতা পাঠ করেন বাবু সঞ্জয় দাস। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল পর্ব শুরু হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন, কুুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান,বাগেরহাট জেলা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মাগুরা জেলা কমিটির সভাপতি বাবু পরিতোষ কুমার প্রমুখ।
Comments