শিবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী নিয়ে ফটোকার্ডে বিভ্রান্তি

বগুড়ার শিবগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফটোকার্ডে শুভেচ্ছা জানালেও, জন্মবার্ষিকী নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ফেসবুকে বিভিন্ন ফটোকার্ডে খালেদা জিয়ার জন্মবার্ষিকী ভিন্ন ভিন্নভাবে উল্লেখ করা হয়।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুনের শুভেচ্ছা ফটোকার্ডে ৭৭তম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুমের পোস্টে ৭৮তম এবং কারও কারও ক্ষেত্রে ৮০তম জন্মবার্ষিকী উল্লেখ করা হয়। এ নিয়ে এলাকায় সমালোচনার পর কেউ কেউ ফটোকার্ড সংশোধন করেন।
দলের প্রবীণ নেতারা বলেন, “কিছু নতুন নেতা দলের নীতিমালা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্পর্কে সঠিক তথ্য না জেনে আবেগে কাজ করেন।” উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব জানান, “৭৭তম বা ৭৮তম জন্মবার্ষিকী উল্লেখ সম্ভবত পুরনো পোস্ট। সঠিক তথ্য হলো ৮০তম জন্মবার্ষিকী ও ৮১তম জন্মদিন।”
Comments