
মাদারীপুরে শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গণভোজনের আয়োজন থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের ইটেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহাদাত হোসেন মিঠু, সদস্য মিন্টু খান ও বাদল শিকদার। জানা যায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার স্মরণে কাজী সাহাদাতের বাড়িতে দোয়া ও গণভোজনের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গণভোজনের সময় তিনজনকে আটক করে। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কার্যক্রম পরিচালনা করছিল। আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Comments