Image description

ঢাকার ধামরাই পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রায় ২ কিলোমিটার ড্রেন পরিষ্কার করেছেন ঢাকা জেলা (উত্তর) ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ ফারুক। এ উদ্যোগে জলাবদ্ধতা নিরসন হওয়ায় এলাকার মানুষ ও যানচলাচল স্বাভাবিক হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা ময়লায় বন্ধ থাকায় জলাবদ্ধতার সমস্যা ছিল। পৌর কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ করেও সমাধান না হওয়ায় ইশতিয়াক আহম্মেদ ফারুক নিজ উদ্যোগে এলাকাবাসীকে নিয়ে ড্রেন পরিষ্কার করেন।

স্থানীয় বাসিন্দা আতাউর রহমান ও শহিদুল ইসলাম জানান, “প্রায় তিন বছর ধরে চন্দ্রাইল এলাকায় পানি জমে থাকায় চলাচল ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে সমস্যা হচ্ছিল। ইশতিয়াকের উদ্যোগে ড্রেন পরিষ্কার হওয়ায় এখন মানুষ ও যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে।”

ইশতিয়াক আহম্মেদ ফারুক বলেন, “জলাবদ্ধতার কারণে শতাধিক বাড়ি ও বিদ্যালয়ে পানি উঠেছিল। পৌর প্রশাসনকে জানানোর পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীকে নিয়ে ২ কিলোমিটার ড্রেন পরিষ্কার করা হয়েছে। এখন পানি জমার সমস্যা থাকবে না।” তিনি সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।