
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ত্রাণসামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই কর্মকর্তা জানান, নতুন করে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় দেশজুড়ে ১৬৪ জন পাকিস্তানি নাগরিক মারা গেছেন। আরও অনেকে নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাদেশিক সরকারের এমআই-১৭ হেলিকপ্টারটি খারাপ আবহাওয়ার কারণে মোহাম্মান্দ জেলার পান্ডিয়ালি এলাকায় বিধ্বস্ত হয়। প্রাদেশিক মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর বলেন, হেলিকপ্টারটি বাজাউর এলাকায় ত্রাণ সরবরাহ করছিল।
পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, পেশোয়ার থেকে বাজাউরের উদ্দেশে যাত্রা করার সময় মোহমান্দ জেলায় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) তথ্য অনুযায়ী, শুধু খাইবার পাখতুনখোয়া প্রদেশেই ১৫০ জন নিহত হয়েছেন এবং এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে। এ ছাড়া গিলগিট-বালতিস্তানে পাঁচজন এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে নয়জনের মৃত্যু হয়েছে।
এনডিএমএ শুক্রবার থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আরও এক দফা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ায় মৌসুমি বৃষ্টিপাতের তীব্রতা আরও বেড়েছে।
Comments