Image description

সিলেটের জাফলং জিরো পয়েন্টে পাথর চুরি ও লুটপাট বন্ধে প্রশাসনের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে প্রায় ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী নেতৃত্ব দেন। তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রতন কুমার অধিকারী জানান, গত কয়েকদিন ধরে জাফলং জিরো পয়েন্ট থেকে কিছু দুষ্কৃতিকারী রাতের আঁধারে পাথর সরিয়ে নিচ্ছিল। খবর পাওয়ার পর প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। বর্তমানে পুলিশ ও বিজিবি’র ২৪ ঘণ্টা টহল অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে উদ্ধার অভিযানে প্রায় ২ হাজার ঘনফুট পাথর ফিরিয়ে আনা হয়েছে। তিনি আরও বলেন, “যেখানে যেখানে চুরি হওয়া পাথর পাওয়া যাবে, আমরা সেগুলো উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে।”

জড়িত কাউকে গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, “এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। চুরি হওয়া সব পাথর ফেরত না আসা পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”