Image description

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম নবীকে কোতোয়ালি থানায় আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নগরীর আন্দরকিল্লা থেকে তাকে আটক করা হয়।

গোলাম নবী সাতকানিয়া পৌরসভার মোহাম্মদ জাফরের সন্তান। তিনি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, নগরীর আন্দরকিল্লা থেকে গোয়েন্দা পুলিশ গোলাম নবীকে আটক করে। পরে কোতোয়ালি থানায় তাকে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোলাম নবীকে আটক করে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।”