
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআনের বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং বাস্তব জীবনে কোরআনের গুরুত্ব তুলে ধরতে ‘বাস্তব জীবনে কুরআন অধ্যয়নের গুরুত্ব’ শীর্ষক সেমিনার ও কোরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে রুয়েট অডিটোরিয়ামে রেনেসাঁ কালচারাল গ্রুপ, রুয়েটের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় সাতশত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। সভাপতিত্ব করেন রেনেসাঁ কালচারাল ক্লাবের উপদেষ্টা ও রুয়েটের কেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মাঈদুল ইসলাম। অতিথিদের স্বাগত জানান রেনেসাঁর সভাপতি তানজিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এস. এ. ফারুক সিয়াম।
প্রধান অতিথি ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, “কোরআন বিতরণের মতো মহৎ উদ্যোগ সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রেনেসাঁ কালচারাল গ্রুপের এই প্রচেষ্টা প্রশংসনীয়।” তিনি শিক্ষার্থীদের পেশাগত উৎকর্ষের পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।
অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, “শিক্ষার্থীদের কোরআনের আসরে অংশগ্রহণ প্রশংসনীয়। একজন প্রকৌশলী হওয়ার পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা অর্জনে কোরআন ও রাসুলের জীবনী চর্চার কোনো বিকল্প নেই।”
অধ্যাপক ড. মাঈদুল ইসলাম বলেন, “কোরআন একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এটি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে দিকনির্দেশনা প্রদান করে। শিক্ষার্থীদের চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ বিকাশে কোরআনের গুরুত্ব অপরিসীম।”
অনুষ্ঠানে প্রায় সাতশত শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দেওয়া হয়। এই কর্মসূচি পৃষ্ঠপোষকতা করে 'Al Quran Academy London' এবং 'Quran Learning School'। এছাড়া সাংস্কৃতিক পরিবেশনা ও ইন্টারেক্টিভ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন 'ইনোভা ট্রিমস এন্ড ডোনেট ফর গুড' এর পরিচালক মোহাম্মদ নূরুন্নবী এবং কোরআন লার্নিং স্কুলের পরিচালক ড. মুজাহিদ মাসুম। মোহাম্মদ নূরুন্নবী বলেন, “কোরআনের শিক্ষা অমুসলিমদের ইসলাম গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোরআন পাঠ কেবল তিলাওয়াত নয়, এর পাঁচটি হক—সঠিক তিলাওয়াত, অর্থ বোঝা, মেনে চলা, প্রচার করা ও মুখস্থ করা—পালন করা ফরজ।”
আয়োজকরা জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান অর্জনে উৎসাহিত করবে এবং রুয়েট ক্যাম্পাসে একটি ইতিবাচক ও জ্ঞানমুখী পরিবেশ গড়ে তুলবে।
Comments