
১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দয়াবান’ সিনেমার একটি চুম্বন দৃশ্য মাধুরী দীক্ষিতের ক্যারিয়ারের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত হিসেবে আজও চর্চিত। ফিরোজ খান পরিচালিত এই ছবিতে ৪২ বছর বয়সী বিনোদ খান্নার সঙ্গে ২১ বছরের মাধুরী দীক্ষিতের এই দৃশ্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
পঙ্কজ উদাসের গাওয়া ‘আজ ফির তুমপে পেয়ার আয়া হ্যায়’ গানের এই দৃশ্যে বিনোদ খান্না নাকি নিয়ন্ত্রণ হারিয়ে মাধুরীর ঠোঁটে কামড় দিয়েছিলেন। পরে তিনি প্রকাশ্যে মাধুরীর কাছে ক্ষমা চান।
মাধুরী জানান, চুক্তির সময় এই সাহসী দৃশ্যের কথা তাকে জানানো হয়নি। দৃশ্যটি বাদ দেওয়ার অনুরোধ করলে ফিরোজ খান বলেন, “তোমাকে এক কোটি রুপি এমনি দেওয়া হয়নি।”
মাধুরী শেষ পর্যন্ত দৃশ্যটি করলেও পরে বহুবার বলেছেন, এটি ছিল তার জীবনের বড় ভুল। তিনি আজও এই দৃশ্য নিয়ে আফসোস করেন। যদিও ‘দয়াবান’ বক্স অফিসে হিট হয়, এই দৃশ্য মাধুরীর জন্য রয়ে গেছে অস্বস্তির কারণ।
Comments