Image description

বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর বড় ছেলে ও বগুড়া জেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরীফ সঞ্চয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে ঢাকার ভাটরা থানা এলাকায় ছাত্র-জনতার হাতে আটক হওয়ার পর তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ভাটরা) থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

একই রাতে শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার রায়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শাহজাহান আলীকে গ্রেপ্তার করে। তাকে তার নিজ বাড়ি টেপাগাড়ী গ্রাম থেকে আটক করা হয়। তার বিরুদ্ধেও একাধিক নাশকতার মামলা রয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, হুসাইন শরীফ সঞ্চয়ের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা থাকায় তাকে বৃহস্পতিবার শিবগঞ্জ থানার মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া, কাজী শাহজাহান আলীর বিরুদ্ধে নাশকতার মামলার কারণে তাকেও গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উভয়কেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।