
গাজীপুরের পূবাইল উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা। শতাধিক শিক্ষার্থী তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে দর্শনার্থীদের মুগ্ধ করেছে।
মেলায় প্রদর্শিত প্রকল্পের মধ্যে ছিল আধুনিক শহরের মডেল, রকেট উৎক্ষেপণ, পানি থেকে গ্যাস উৎপাদন, পানি চক্র, আগ্নেয়গিরি, বিজ্ঞানসম্মত আদর্শ গ্রাম, সোলার প্যানেল, সালোকসংশ্লেষণ, গ্রিনহাউজ, ফিউচার সিটি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রোবট, সাবমেরিন, টেসলা কয়েলসহ বিভিন্ন সৃজনশীল ও বৈজ্ঞানিক ধারণা। এসব প্রকল্প শিক্ষার্থীদের নিজস্ব কল্পনা, গবেষণা ও হাতে-কলমে কাজের ফল।
বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক সালমা রশিদ বলেন, “শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করাই আমাদের মূল লক্ষ্য। হাতে-কলমে বিজ্ঞান চর্চা তাদের সৃজনশীলতা ও গবেষণার মানসিকতা বাড়ায়।”
প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, “বিদ্যালয়ের ইতিহাসে এটিই প্রথম বিজ্ঞান মেলা। প্রায় ১০০ শিক্ষার্থী তাদের উদ্ভাবন উপস্থাপন করেছে। আশপাশের বিদ্যালয়ের শিক্ষকরা প্রকল্পগুলো মূল্যায়ন করে বিজয়ীদের নির্বাচন করেছেন। বৈরী আবহাওয়ার কারণে এবার মেলা বিদ্যালয়ের ভেতরে অনুষ্ঠিত হলেও ভবিষ্যতে বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
মেলা পরিদর্শন করেন চীনের ছিংদাও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মি. লিচি। এছাড়া উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি শেখ তানভীর আহমেদ, ৪১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা, যুব দলের সাধারণ সম্পাদক পনির হোসেন, পূবাইল থানা ছাত্রশিবির সভাপতি ইকবাল মাহমুদ, জামায়াতে ইসলামীর রুকন ও পূবাইল বাজার ইউনিট সভাপতি আরিফুর রহমান প্রমুখ।
দিন শেষে সেরা প্রকল্পের শিক্ষার্থীদের পুরস্কার এবং সব অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের মেলা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতার পাশাপাশি দলগত কাজ, উপস্থাপনা দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Comments