Image description

উজানের ঢল ও টানা বর্ষণের কারণে রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। এতে জেলার চারঘাট ও বাঘা উপজেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষদের সহায়তায় কাজ করছে উপজেলা প্রশাসন।

চারঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস জানিয়েছেন, উপজেলার গোপালপুর, পিরোজপুর, ইউসুফপুর, কাকড়ামারিসহ বিভিন্ন নিম্নাঞ্চলের অসহায় মানুষের কাছে ত্রাণ ও সহযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে। জেলাটিতে এখনও খুব ভারী বৃষ্টিপাত না হলেও উজানের পানি বাড়ার কারণে পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে।
 
চারঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ জানান, দুর্যোগ ব্যবস্থাপনার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দি অসহায় মানুষদের জন্য চাল, শুকনো খাবার এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি বরাদ্দ অনুযায়ী সহযোগিতা করা হচ্ছে।

ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন, উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি তদারকি করছে এবং প্রয়োজনে দুর্যোগপ্রবণ এলাকায় ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। 

উল্লেখ্য, রাজশাহীর গোদাগাড়ী, পবা, চারঘাট ও বাঘা উপজেলা জুড়ে পদ্মা নদীর তীরবর্তী এলাকা। এসব এলাকার নিম্নাঞ্চলে সম্প্রতি নদীর পানি বৃদ্ধির কারণে কিছু বসতি এলাকায় পানি ঢুকে পড়েছে।