Image description

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরে মাছ দেখতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারাল ৮ বছরের শিশু মুজাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ঘোড়াধাপ গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। 

নিহত মুজাহিদ একই গ্রামের মোহাম্মদ মিস্টার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুজাহিদ তার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশে একটি পুকুরে মাছ দেখতে গিয়েছিল। এ সময় অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোমরাদহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পীরগঞ্জ থানার এসআই আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।