
নেত্রকোনা পৌর শহরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সেচ (বিএডিসি)-এর একটি পুরাতন ভবন ভাঙার সময় ছাদ ধসে চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের নাগড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার হলুদাটি গ্রামের হান্নান মিয়া (৩৮), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া (৪০) এবং নেত্রকোনা পৌর শহরের পলাশহাটি গ্রামের দীপু মিয়া (৩৯)।
আহত শ্রমিক হাসান মিয়া (৩৮) ও সাইফুল ইসলাম (৩৫)-কে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের সঙ্গে কাজ করা প্রত্যক্ষদর্শী শ্রমিক নসু মিয়া জানান, গত দুই মাস ধরে তারা পরিত্যক্ত ভবনটি ভাঙার কাজ করছেন। বিএডিসির একটি ভবন ভাঙার কাজ শেষ হওয়ার পর একটি গোডাউন ভাঙার কাজ চলছিল। গোডাউনের সামনের অংশের ছোট ছাদটি ভাঙার সময় অসাবধানতার কারণে তা ভেঙে পড়ে। এ সময় নিচে ইট সরানোর কাজ করা তিন শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। উপরে থাকা দুজন শ্রমিকও আহত হন।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। চাপা পড়া অবস্থায় থেকে তিনজনের মরদেহ এবং দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চাপা পড়া পাঁচ শ্রমিককে উদ্ধার করে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত বাকি দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে নিহতদের লাশের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে।
Comments