স্বামীর সাথে ঝগড়া; ইঁদুরের বিষ পান করে গৃহবধূর আত্মহত্যা

পারিবারিক ঝামেলার জেরে আড়াই বছরের এক শিশুকে রেখে ইঁদুরের বিষ পান করে মারা গেছে এক গৃহবধূ। গৃহবধূর নাম রিয়া মনি (২৫) সে নেত্রকোনার বারহাট্টা উপজেলার কামালপুর জয় কৃষ্ণ নগর গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।
বুধবার (১৩ আগস্ট) সকালে স্বামীর সাথে ঝগড়া হয় রিয়া মনির। এর পর স্বামী বিলে মাছ ধরতে চলে গেলে পূর্ব থেকেই ঘরে থাকা ইঁদুরের বিষ পান করে রিয়া মনি। এরপর বিষক্রিয়ায় অস্থির হয়ে যাওয়ায় পরিবারের লোকেরা টের পেয়ে প্রথমেই তাকে টক জাতীয় খাবার দেয়। এরপর তাকে বেলা ১২.৫০ টায় বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গৃহবধূ উপজেলার জয়পাতাক গ্রামের কমল মিয়ার মেয়ে। কমল মিয়া বলেন, সোহেল ও তার বাবা মা মিলে আমার মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। আমার মেয়েকে এরা দীর্ঘদিন যাবৎ শারীরিক অত্যাচার করে আসছিলো। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। এরা আমার মেয়েকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে।
এর পর হাসপাতালের সামনে গিয়ে রিয়া মনির স্বামীকে পাওয়া যায়। রিয়া মনির স্বামী সোহেল মিয়া বলেন, গতকাল রাতে আমার স্ত্রী আমার আড়াই বছরের ছেলেকে মারধর করে। তখন আমি তাকে ধমক দিয়ে বলি এই রকম ছেলেটাকে মারা কি ঠিক হয়েছে। এক পর্যায়ে তার সাথে রাতে একটু ঝগড়া হয়। এর পর সকালে আমি মাছ ধরতে চলে যাই। পরে আমার স্ত্রী ঘরে রাখা ইঁদুরের বিষ পান করে। পরে আমি দ্রুত এসে তাকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু তাকে বাঁচাতে পারলাম না। সে প্রায়ই বলতো আমাকে ও আমার বাবা-মাকে সে ফাঁসাবে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, রিয়া মনি নামের এক গৃহবধূ বিষ পান করেছে। বারহাট্টা হাসপাতাল থেকে তার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় পাঠানো হয়েছে। এই ব্যপারে মেয়ের বাবা একটি অভিযোগ দায়ের করেছে। তদন্তে করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Comments