Image description

অভিনেত্রী থেকে রাজনীতির ময়দানে পা রেখেছেন জয়া বচ্চন। এখন সমাজবাদী পার্টির সাংসদ। ছবি তোলার জন্য ভক্তরা সামনে ক্যামেরা ধরলে মাঝেমধ্যেই মেজাজ হারান তিনি। একাধিকবার ছবিশিকারিরা বকাও খেয়েছেন। সেলফি তুলতে গেলে ঝাঁঝিয়ে কথা বলেন জয়া।

মঙ্গলবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দলীয় কর্মীকে ধাক্কা মেরে বসলেন জয়া বচ্চন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল। বিষয়টি নজর এড়ায়নি বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রনৌতের। ভিডিও দেখে তিনি জয়া বচ্চনকে ‘মারকুটে মুরগি’ বলে খোঁচা দিয়েছেন।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, কনস্টিটিউশন ক্লাবে এক ভক্ত জয়ার সঙ্গে সেলফি তুলতে গেলে অভিনেত্রী মেজাজ হারান। ওই ব্যক্তির সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন। বিরক্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন জয়া। ঘটনাটি উপস্থিত সবাইকে অবাক করে। 

এই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করে কঙ্গনা লিখেন, ‘এই হলো সবচেয়ে বিকৃত ও সুবিধাপ্রাপ্ত মহিলা। মানুষ তার বোকা বোকা বদমেজাজ সহ্য করে শুধু তিনি অমিতাভ বচ্চনজির স্ত্রী বলে। তার মাথার এই টুপি দেখতে লাগছে মোরগের ঝুঁটির মতো। আর ঝগড়া করার সময়ে ওকে দেখতে লাগছে মারকুটে মুরগির মতো। কী অপমানজনক এবং লজ্জাজনক!’