Image description

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে নির্যাতনের চেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার প্রাণকেন্দ্র মসজিদুল হুদা মোড়ে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে নির্যাতনের মাধ্যমে হত্যার বিচার দ্রুত করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি সাংবাদিক সৌরভের উপর হত্যাচেষ্টার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা। 

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, সহ-সভাপতি আতাউর রহমান, এনটিভি উলিপুর এবং চিলমারী অনলাইন প্রতিনিধি তানভীরুল ইসলাম এবং স্টার নিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জুবাইর জিহাদীসহ আরো অনেকে।

অংশগ্রহণকারীরা একযোগে বলেন, দেশের যেকোন প্রান্তে সাংবাদিকদের উপর হামলা মানে পুরো গণমাধ্যমের উপর হামলা। তাই ন্যাক্কারজনক এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রকে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে।