দেশ অন্ধকারে তলিয়ে যাওয়ার সময় জিয়াউর রহমান হাল ধরেছিলেন: আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালীর দুমকী উপজেলায় বিএনপির এক মতবিনিময় সভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, “দেশ যখন অসহায় হয়ে অন্ধকারে তলিয়ে যাচ্ছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাল ধরেছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে শেখ মুজিব আটক হওয়ার পর পশ্চিম পাকিস্তানে আত্মসমর্পণ করেন। তখন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন এবং সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।” তিনি আরও বলেন, “শেখ হাসিনা ভারতের সহায়তায় দেশের ওপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছেন, যার ফলে ছাত্র-জনতার আন্দোলনে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আগামী সংসদ নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।”
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় দুমকী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপুর সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, নারী ও শিশু অধিকার ফোরাম পটুয়াখালী জেলার সভানেত্রী জেসমিন জাফর এবং জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রুমি।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. নুরুল আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. প্রিন্স শরীফ ও মো. আমিরুল ইসলাম রয়েল, দুমকী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, জাকির আলম মিলন, সাইদুর রহমান খান, মাইনুল হাসান, আহসান ফারুক, সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোর্তজা বিল্লাহ ও ওহাব হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজি, যুগ্ম আহ্বায়ক মো. আবু তাহের এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরীফ। সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Comments