Image description

যান্ত্রিক সমস্যার কারণে আবারও ভোগান্তিতে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা। মঙ্গলবার (১২ আগস্ট) দুটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে বিমান। এর মধ্যে একটি ঢাকা থেকে কুয়েতগামী এবং অপরটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী ফ্লাইট। একইসঙ্গে, গত ১০ আগস্ট থেকে রোমে বিমানের একটি ড্রিমলাইনার আটকা পড়ে আছে। যেখানে ২৬২ জন এখনও আটকে আছেন।

বিমান সূত্রে জানা গেছে, আজ বাতিল হওয়া ঢাকা-কুয়েত (বিজি-৩৪৩) এবং ঢাকা-চট্টগ্রাম-দুবাই উভয় ফ্লাইটই বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে পরিচালনা করার কথা ছিল। তবে উড়োজাহাজের সংকট থাকায় ফ্লাইট দুটি বাতিল করা হয়েছে। ঢাকা থেকে কুয়েতের ফ্লাইটটি বিকেল ৩টা ৪৫ মিনিটে এবং দুবাইগামী ফ্লাইটটি বিকেল ৫টা ৫ মিনিটে ছাড়ার কথা ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বাতিল হওয়া ফ্লাইট দুটি আগামীকাল ছেড়ে যাবে এবং যাত্রীদের নতুন সময়সূচি সম্পর্কে জানানো হচ্ছে।

এদিকে, রোমে আটকে থাকা ড্রিমলাইনারটি মেরামতের জন্য বিমানের পাঁচজন প্রকৌশলী আজ সেখানে গেছেন। বিমান কর্তৃপক্ষ আশা করছে, আজ সন্ধ্যার মধ্যে উড়োজাহাজটি উড্ডয়নের জন্য প্রস্তুত হবে এবং আটকে থাকা যাত্রী ও ক্রুদের নিয়ে ঢাকায় ফিরে আসবে।

এর আগে, গত ১০ আগস্ট রোমে অবতরণের পর বিমানের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মেরামত করতে না পারায় উড়োজাহাজটি এখনো সেখানে গ্রাউন্ডেড অবস্থায় আছে। ওই ফ্লাইটের ২৬২ জন যাত্রী ও ক্রুদের বিমানের খরচে হোটেলে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত এক মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্তত ৯টি উড়োজাহাজে বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে, যার মধ্যে চাকা খুলে পড়া, ফেটে যাওয়া, ইঞ্জিনে অতিরিক্ত কম্পন এবং ল্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ না হওয়ার মতো গুরুতর সমস্যা রয়েছে।