Image description

গাজায় দীর্ঘদিন ধরে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরাইল। এই আগ্রাসনের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার শিশুরা। আর শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপস্টার ম্যাডোনা। তিনি পোপ লিওর প্রতি আবেদন জানিয়ে বলেছেন, দয়া করে গাজায় যান এবং অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আপনার আলো শিশুদের কাছে পৌঁছে দিন। 

ইনস্টাগ্রামে এক পোস্টে ম্যাডোনা বলেন, একজন মা হিসেবে তাদের কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না। এই শিশুরা আমাদের সবার।

পপতারকা বলেন, আমাদের মধ্যে একমাত্র আপনিই একজন যাকে গাজায় প্রবেশে বাধা দেওয়া যাবে না। এই নিষ্পাপ শিশুদের বাঁচাতে আমাদের মানবিক দরজাগুলো সম্পূর্ণরূপে খুলে দেওয়া দরকার।

প্রয়াত পোপ ফ্রান্সিসের মতোই পোপ লিও দায়িত্ব গ্রহণের পর থেকেই গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়ে আসছেন।

গাজায় প্রায় দুই বছর ধরে আগ্রাসন চলছে। সেখানে কয়েক মাস ধরে অবরোধ জারি করে রাখার কারণে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। শিশুরা অনাহার এবং অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। সম্প্রতি গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য।