
ওয়াশিংটন থেকে গৃহহীনদের বিতাড়িত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ডের ৮০০ সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে সেখানকার মেট্রোপলিটন পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে নেওয়ার ঘোষণা দেন তিনি।
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট এসব ঘোষণা দেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, সহিংস গ্যাং ও অপরাধীদের কবলে পড়েছে ওয়াশিংটন। তবে সে দাবি প্রত্যাখ্যান করেছেন ওয়াশিংটনের ডেমোক্র্যাট মেয়র মুরিয়েল বাউসার।
মেয়র মুরিয়েল বাউসার বলেন, ২০২৪ সালে শহরের সহিংস অপরাধ ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
ট্রাম্পের পদক্ষেপকে ডেমোক্র্যাট শাসিত শহরগুলোতে নির্বাহী ক্ষমতার প্রভাব বৃদ্ধির চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। সমালোচকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে প্রেসিডেন্টের ক্ষমতা বিস্তারের চেষ্টা করছেন ট্রাম্প।
Comments