Image description

পূর্ব শত্রুতার জের ধরে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের রায়পাশায় ফাতেমা বেমগ (৫২) পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। 

রবিবার দুপুর দুইটার দিকে রায়পাশা গ্রামের বন্দে আলী হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ফাতেমা বেগম ওই বাড়ির মোফাজ্জেল হাওলাদারের স্ত্রী।

ফাতেমা বেগম বলেন, একই বাড়ির ফারুক হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তার ছেলে সন্তান না থাকায় তার জমি অবৈধভাবে পাঁয়তারা চালায়। এ নিয়ে বেশ কয়েকবার হামলা মামলার ঘটনা ঘটেছে। 

ঘটনার দিন গত রবিবার (১১ আগস্ট) দুপুর দুইটায় জমি দখলের উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা করে ফারুক হাওলাদার ও তার ছেলে বেল্লাল হোসেন বাবু হাওলাদারসহ অজ্ঞাতনামা ৫-৬ জন। এ সময় ফাতেমা বেগম প্রতিবাদ করলে মারধর করে পিটিয়ে গুরুতর আহত করে তারা। 

স্থানীয়রা ফাতেমা বেগমকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শেবাচিমের মহিলা সার্জারি ইউনিটের ৪ তলায় চিকিৎসাধীন রয়েছেন। 

এ ব্যাপারে করাপুর ইউনিয়নপরিষদের প্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ সরদার বলেন, ফাতেমা বেগমকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আগামী ২১ আগস্ট উভয় পক্ষকে নিয়ে বিষয়টির মীমাংসা করা হবে।

আহত ফাতেমা বেগমের স্বামী মোফাজ্জল হাওলাদার বলেন, আমরা ন্যায়বিচার না পেলে আইন আদালতের দ্বারস্থ হবো।