
যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে পরমাণু বোমা দিয়ে অর্ধেক বিশ্ব ধ্বংস করার বার্তা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। হুমকি দিয়েছেন ক্ষেপণাস্ত্র মেরে ভারতের বাঁধও ধ্বংস করারও। এই আবহে এবার মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মুনিরের মন্তব্য প্রসঙ্গে ভারত বলেছে, 'পাকিস্তানের সেনা প্রধান আমেরিকা সফরকালে যা যা বলেছেন, তা আমাদের নজরে এসেছে। পরমাণু জুজু দেখানো পাকিস্তানের পুরনো অভ্যাস। আন্তর্জাতিক মহল এই নিয়ে নিজেদের মতো করে উপসংহার ভেবে নিতে পারেন। যেভাবে অপরিণত ভাবে এই সব মন্তব্য করা হয়েছে, তা থেকে ফের একবার সেই সন্দেহ মাথাচাড়া দেবে, সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মেলানো সেনার হাতে এই পরমাণু কমান্ডের নিয়ন্ত্রণ থাকা উচিত কি না।'
ভারত আমেরিকাকেও পরোক্ষভাবে বলেছে, 'এটা খুবই দুঃথের বিষয় যে তৃতীয় একটি বন্ধুরাষ্ট্রে দাঁড়িয়ে পাকিস্তানি সেনাপ্রধান এহেন মন্তব্য করেছে।' এরপর ভারত আরও একবার স্পষ্ট করে দিয়েছে, পাকিস্তানের পরমাণু জুজুতে ভারত ভয় পায় না। প্রয়োজনে যেকোনও পদক্ষেপ করতে ভারত পিছ পা হবে না।
_হিন্দুস্থান টাইমস
Comments