Image description

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পাহাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোয়ালিনী ফ্যাক্টরী ও মাঠিটা সংলগ্ন ৩নং বাজার পাহাড়ের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে এলাকার লোকজন পাহাড়ে একটি গাছের ওপর গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, মরদেহের গায়ে শার্ট এবং পড়নে লুঙ্গি ছিল।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “ভাটিয়ারী ইউনিয়নের পাহাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।”