Image description

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে আবারও থেমে থেমে গোলাগুলির শব্দ ভেসে আসছে। রোববার (১০ আগস্ট) মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত তুমব্রু সীমান্তে প্রচণ্ড গোলাগুলির শব্দে উদ্বেগ ছড়িয়েছে বাংলাদেশ সীমান্তে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থায় রয়েছে।

স্থানীয়দের ধারণা, রাখাইনে স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সঙ্গে আরসা বা আরএসওর মতো অন্য কোনও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সংঘর্ষের কারণে এই গোলাগুলি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্তের ৩৪ থেকে ৩৫ নম্বর পিলারের কাছে শূন্যরেখা থেকে ৩০০-৩৩০ মিটার দূরে এই সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে। তিনি মনে করেন, আরকান আর্মির সঙ্গে অন্য বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতই এই অশান্তির কারণ।

দীর্ঘদিন ধরে রাখাইনে আরকান আর্মি মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। ২০২৪ সালের ডিসেম্বরে তারা মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের রাখাইনের ২৭১ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করে। গত পাঁচ মাস তুলনামূলক শান্ত থাকলেও হঠাৎ এই গোলাগুলি সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

এই সংঘর্ষে সীমান্তবর্তী বাংলাদেশি জনপদে আতঙ্ক ছড়িয়েছে। বিজিবি সতর্ক অবস্থায় থাকলেও স্থানীয়রা উদ্বিগ্ন। এই অঞ্চলে আরকান আর্মির সঙ্গে অন্য বিদ্রোহী গোষ্ঠীর সংঘাত কবে থামবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।