কাপাসিয়ায় চাঁদা দাবির মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরের কাপাসিয়ায় ‘পথের সাথী’ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়নের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘পথের সাথী’ পরিবহনের মালিক ও নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনে গত ফ্যাসিস্ট সরকারের আমলে পরিবহনের কাউন্টার মাস্টার আব্দুস সামাদের দুর্নীতি ও লুটপাটের বিষয় তুলে ধরেন। তারা জানান, গত ১৪ বছর ধরে মালিকদের পাওনা টাকা দাবি করাকে চাঁদা দাবি হিসেবে মিথ্যা প্রচার করা হচ্ছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
কাপাসিয়া প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জুনায়েদ হোসেন লিয়ন বলেন, ২০১১ সালে জয়েন্ট স্টক কোম্পানি থেকে গাজীপুর সদর থেকে কাপাসিয়ার টোক পর্যন্ত যাত্রী পরিবহনের জন্য ‘পথের সাথী’ পরিবহনের অনুমোদন নিয়ে তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তীতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে ২৯টি মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে আব্দুস সামাদ তার কাছ থেকে পরিবহনের দায়িত্ব ছিনিয়ে নেন। আব্দুস সামাদ মালিকদের সঙ্গে নির্দিষ্ট হারে ভাড়া পরিশোধের চুক্তি করলেও ফ্যাসিস্ট সরকারের স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রচ্ছায়ায় তিনি কোনো ভাড়া পরিশোধ করেননি। ফলে গত ১৪ বছরে বাস মালিকদের প্রায় ৪০ লাখ টাকা পাওনা রয়ে গেছে। বর্তমানে জুনায়েদ হোসেন লিয়নের নেতৃত্বে মালিকরা পাওনা টাকা দাবি করায় আব্দুস সামাদ তা না দিয়ে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ তুলেছেন।
রাজদূত পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সারফুদ্দিন সবুজ বলেন, “একজন স্বল্প বেতনের কাউন্টার মাস্টার কীভাবে পাঁচটি বাসের মালিক হতে পারেন, তা বোধগম্য নয়। আব্দুস সামাদ একজন বড় মাপের ভাটপার। ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি রাজদূত ও পথের সাথী পরিবহনের মালিকদের জিম্মি করে কোটি টাকারও বেশি লুটপাট করেছেন।” তিনি আরও জানান, বাস মালিকরা আব্দুস সামাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।
সংবাদ সম্মেলনে ‘পথের সাথী’ পরিবহনের পরিচালক ফরিদ খাঁন, মো. শামসুল হক, মাসুদ পারভেজ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, অভিযুক্ত আব্দুস সামাদ বলেন, “বাস মালিকদের টাকা আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের কাছে কোম্পানির ভাড়া নেওয়ার কোনো দলিল থাকলে আইনি পদক্ষেপ নিতে পারেন। আমি আইনগতভাবে তাদের জবাব দেব।”
Comments